বাগেরহাট পৌরসভার রাস্তাঘাট পরিষ্কার করছে ছাত্রদল
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাট পৌরসভার রাস্তাঘাটে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে শহরের শালতলা মোর থেকে তাদের এই পরিষ্কার অভিযান শুরু হয়। এদিন ছাত্রদলের নেতাকর্মীরা শহরের লাইটহল সড়ক, সাধনার মোড়, কাজী নজরুল ইসলাম সড়ক ও রাহাতের মোর এলাকাসহ বেশ কিছু সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার করেন। জনকল্যাণমূলক এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ছাত্রদলের নেতা কর্মীরা।
পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্যোগ নেওয়া জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাগেরহাট পৌরসভার জনপ্রতিনিধিরা নাগরিকদের জন্য কিছুই করেননি। তারা বাগেরহাট পৌরসভাকে একটি দুর্বল পৌরসভা বানিয়ে পালিয়ে গেছে। বাগেরহাট পৌরসভা এতটাই দুর্বল হয়েছে যে বর্তমানে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন দিতে পারছে না। বেশ কিছুদিন যাবত পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তাঘাট পরিষ্কার না করায় শহরটা ডাস্টবিনে পরিণত হয়েছিল। রাস্তাঘাটে চলাচল করতে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছিল। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ছাত্রদল সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা আজ শহরের বেশ কিছু সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার করেছি। সাধারণ মানুষ আমাদের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছে। জনকল্যাণমূলক এ ধরনের কর্মকান্ড আমরা ভবিষ্যতেও চালিয়ে যাব।
পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী জসিম মিনা, তাজ আহমেদ, রোহিত হালদার, ইমন শেখ, আদনান ফাহিম, রবিউল মুন্সি, সজিব শেখ, লিমন আল সাদ, সাকিব শেখ, প্রমূখ।