
ফকিরহাটে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্ভোধন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া-চৌমাথা এলাকায় তরুণ সমাজ সেবক শেখ হাসিবুর রহমান (এফসিএ) ও গ্রামবাসীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি শুভ উদ্ভোধন করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এসময় আরো উপস্তিত ছিলেন, প্রবীণ সমাজসেবক আলহাজ্ব আ: খালেক, আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, শেখ ইলিয়াস হোসেন, মুফতি মাওলানা মো: মুস্তাকিম বিল্লাহ, শিক্ষক সৈয়দ শাহ এলান, মোছা: মেরিনা খাতুন, শেখ সোহরাব হোসেন, শেখ ফারুক হোসেন, শেখ লিটন, আবু হানিফ ও শেখ সাগর হোসেন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
এদিন প্রায় তিনশত ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও জাড়িয়া-সিংগাতী সহ আশপাশের এলাকায় সড়কের পাশে প্রয়োজনীয় সংখ্যক বৃক্ষ রোপণ করা হবে বলেও উদ্যোক্তারা জানিয়েছে।