Logo
table-post
ফকিরহাটে ৯০০ গ্রাম গাঁজাসহ  মাদক কারবারী গ্রেপ্তার
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে কোষ্ট গার্ডের একটি দল। গ্রেপ্তারকৃত মাদক কারবারী মো. মহিউদ্দিন (২২) খুলনার লবনচোরা এলাকার মোহম্মদ আলী হুসাইনের ছেলে। 

পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসা ব্রীজ কোষ্ট গার্ডের একটি দল উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৯০০গ্রাম গাঁজা উদ্ধার করে। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, গাঁজাসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। রোববার (১০ নভেম্বর) গ্রেপ্তারকৃত মহিউদ্দিনকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। 
 

@bagerhat24.com