Logo
table-post
মোংলায় পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ৩ নেতা কর্মী আটক
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে বাগেরহাটের মোংলা উপজেলা ও পৌরসভার  আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

 

শনিবার  মধ্যরাতে  বিশেষ অভিযান চালিয়ে মোংলার বিভিন্ন এলাকা  থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- মিঠাখালীর খাসের ডাঙ্গা এলাকার   আব্দুল্লাহ মল্লিক, চাঁদপাই উত্তর মালগাজী এলাকার  মোঃ শাহ আলম, পৌরসভার কেওড়াতলা এলাকার আব্দুল মান্নান 

 

 

মোংলা - রামপালের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার বলেন, পুলিশের বিশেষ অভিযানে  আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে মধ্যরাতে   আটক করে  মোংলা থানা পুলিশ । তাদেরকে আজ রবিবার  বাগেরহাট আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

@bagerhat24.com