Logo
table-post
রামপালে বিএনপি নেতার নির্দেশ হামলা ৩ নারীসহ আহত ৬ জন
01/01/1970 12:00:00

এম, এ সবুর রানা, রামপাল 

আধিপত্য ও মৎস্য খামারের বিরোধের জের ধরে রামপাল উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান তুহিনের নির্দেশে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জন নারীসহ মোট ৬ জন আহত হয়েছে। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার সুলতানিয়া গ্রামের রাস্তার মাথার মসজিদের সামনে বেলাল ব্যাপারী, তার ভাই বাকী বিল্লাহ ও ছেলে শাজাহান ব্যাপারীসহ কতিপয় সন্ত্রাসীরা হামলা করে। এ সময় তারা বলতে থাকেন, উপজেলা বিএনপি নেতা তুহিন ভাই নির্দেশ দিয়েছেন তোদের মেরে ফেলতে। এই বলে তারা ধারালো দা, খোন্তা ও লোহার রড নিয়ে প্রতিপক্ষ ভাগা গ্রামের শহিদ সরদারের ছেলে মো. সোহেল সরদার (৩০), সুলতানিয়া গ্রামের আবজাল শেখের ছেলে শেখ (৩৫) ও আকরাম সরদারের ছেলে বাবর সরদার (৪৫) কে বেধড়ক কুপিয়ে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরা ছুটে এসে ঠেকাতে গেলে আবজাল হোসেনের স্ত্রী জোসনা বেগম (৫৫), জামাল শেখের স্ত্রী আসমা বেগম (৩০) ও শহীদ সরদারের স্ত্রী সেলিনা বেগম (৫৫) কে মারপিট করে আহত করেন। 

আহত সোহেল সরদার জানান, রামপাল উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান তুহিনের নির্দেশ দিয়েছেন বলে কোপাতে থাকেন। তারা বলেন তোরা এলাকা ছেড়ে না গেলে তোদের মেরে ফেলবো বলে হুমকি দেয়। ওই সময় তারা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন বেলাল ব্যাপারী, বাকী ব্যাপারীকে এমন কোন হুকুম দেয়া হয়নি। তারা দলের নাম করে এমনটি করে থাকতে পারে। আর তারা আমাদের দলের কেউ না।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি জানান, ভাগা এলাকায় মারপিটের ঘটনার খবর পেয়েই ফোর্স পাঠানো হয়েছে। কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

@bagerhat24.com