Logo
table-post
ওয়ান শুটার পাইপগান সহ ১ অস্ত্র তৈরীর কারীগরকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

সুন্দরবন সংলগ্ন দাকোপ এলাকা থেকে অস্ত্র তৈরীর কারীগর ইসমাইল হোসেন (২৪) নামে একজনকে আটক করেছে মোংলা কোস্টগার্ড । শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাতে তাকে আটক করে কোস্ট গার্ড পশ্চিম জোন সদস্যরা। এসময় তার কাছ থেকে দেশীয় একটি ওয়ানশুটার পাইপগান উদ্ধার করা হয়। আটক ইসমাইল হোসেন গাজীপুর জেলার দক্ষিণ বাগ থানার আব্দুল আজিজের ছেলে। 

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মোঃ আসিফ বলেন, গোপন সংবাদের সুত্রধরে শুক্রবার রাতে সুন্দরবন সংলগ্ন দাকোপের ঠাকুরবাড়ি খেয়া ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড পশ্চিম জোন সদস্যরা। এসময় তাদের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালাতে গেলে ধাওয়া করে তাকে আটা করা হয়। পরে তার কাছ থেকে একটি ওয়ান সুটার পাইপগান উদ্ধার করা হয়। 

সে একটি লেধ-মেশিনের কারীগর, তার তৈরীকৃত এ অস্ত্রগুলে কোন এক গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্য তিনি তৈরি করেছিল। তার নামে বাগেরহাট জেলার রামপাল থানায় দুটি মামলা রয়েছে বলে জানতে পারে কোস্টগার্ড । 

এদিকে, তার কাছে পাওয়া ওয়ান শুটার পাইপগানসহ তার বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুরে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মোঃ আসিফ। 

@bagerhat24.com