Logo
table-post
ফকিরহাটে ২০০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছেন মডেল থানা পুলিশ। উপজেলার কাটাখালী মোড় হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের রামপালের পেড়িখালী গ্রামের মৃত শেখ আবু বক্করের ছেলে শেখ ফাকরুল ইসলাম (৪৮) ও নড়াইলের নড়াগাতি থানার ডর বল্লাহাটি গ্রামের মৃত সেকেন্দর আলী শিকদারের ছেলে আজাদ শিকদার (৪০)।

শুক্রবার (০৮ নভেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কাটাখালী মোড়ের মাহেন্দ্র স্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহজনক দুই ব্যক্তির শরীর তল্লাশী করে ২০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তারা ইয়াবা বিক্রির জন্য সেখানে অবস্থান করছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।

এসময় তাদের কাছে মাদকদ্রব্য পাওয়ায় তােেদর গ্রেপ্তার করেন পুলিশ। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, প্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) সারনির ১০ (ক) ধারার মামলা হয়েছে। ফকিরহাটকে মাদকমুক্ত করতে পুলিশ নিরলস ভাবে কাজ করছে বলেও তিনি জানান।                                                               

@bagerhat24.com