
আরাফাত রহমান কোকো স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় পিলজংগ-০৫নং ওর্য়াড ও ২নং ওর্য়াডের মধ্যকার এ খেলায় ৫নং ওর্য়াডের খেলোয়াড় আব্দুল্লাহ মুন্সি ২ গোল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যায়। ফলে তারা ২-০গোলে বিজয়ী হয়।
খেলা পরিচালনা করেন, সবুজ দাশ, তাকে সহযোগীতা করেন, হুসাইন ও নাসিম। খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা সদস্য ও পিলজংগ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, যুগ্ম আহবায়ক যথাক্রমে শেখ মিরাজুল ইসলাম, ফরহাদ হোসেন জুয়েল, সরদার বিল্লাল হোসেন, বারিক মোড়ল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোদাচ্ছের মল্লিক, শ্রমিক দল নেতা মনিরুজ্জামান মনি ও সরদার জাকির হোসেন সহ বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।