
মোংলায় পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
মোংলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় পৌর ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথ সভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মোহন উদ্দিন, যুবদল নেতা শামীম, সাবেক ছাত্রদল নেতা বেল্লাল হোসেন, যুবদল নেতা রাহত হোসেন মুন্না, পৌর মৎসবীজ দলের সভাপতি জসিম সাধারণ সম্পাদক অলিউর রহমান মুন্না, যুবদল নেতা মামুন মল্লিক, মোল্যা মোঃ কামরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মোঃ বায়েজিদ বোস্তামী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ দিদার।
পথসভায় আরো উপস্তিত ছিলেন যুবদলের - মোঃ হোসেন গাজী মোঃ জসিম গাজী, মোঃ দেলোয়ার হোসেন , কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের মামুন, কামাল, এনামুল সহ ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল সহ জাতীয়তাবাদী দল বিএনপির অংঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও মোংলা পৌর ও থানা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়েছে।