Logo
table-post
বাগেরহাটে নানা আয়োজনে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে নানা আয়োজনে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে শহরের থানা মোড় এলাকায় বিএনপি'র কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে  শোভাযাত্রাটি  শেষ হয়।
এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাতক কৃষিবিদ শামীমুর রহমান।


বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে কর্মসূচিতে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা,খাদেম নেয়ামুল নাছির আলাপ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 

@bagerhat24.com