Logo
table-post
ইউএনওকে বিদায় সংবর্ধনা দিল চিতলমারীর মাধ্যমিক শিক্ষকরা
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার রাজবংশীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলা সভাকক্ষে এ সংবর্ধনা অুষ্ঠান হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবার এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন। 


উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, স. ম. ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রাজু আহম্মেদ, রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম আব্দুস সালাম, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার শিকদার, বাহিরদশ মহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনয়না রায়, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম এ সোয়েল মোল্লা। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। 


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার রাজবংশী চলতি বছরের ১২ সেপ্টেম্বর চিতলমারীতে যোগদান করেন। পদোন্নতি জনিত কারণে মাত্র ১ মাস ২৬ দিনের মাথায় তাকে চুয়াডাঙ্গা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদায়ন করা হয়েছে। 

@bagerhat24.com