Logo
table-post
কাটাখালী হাইওয়ে থানায় নবাগত পুলিশ পরিদর্শক হিসাবে জুবাইর’র যোগদান
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি 
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানায় নবাগত পুলিশ পরিদর্শক (ওসি) হিসাবে জুবাইর পিপিএম এর যোগদান। এর আগে তিনি বরিশালের হিজলা থানার অফিসার ইনর্চাজ (ওসি) হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। গত ১৯ অক্টোবর-২০২৪ তিনি কাটাখালী হাইওয়ে থানায় যোগদান করেন। 

উল্লেখ্য খুলনা মোংলা, খুলনা বাগেরহাট ও খুলনা মাওয়া মহাসড়কের কাটাখালী গুরুত্বপুর্ণ মোড়ের পাশের্^ কাটাখালী হাইওয়ে থানা অবস্থিত। এই থানা নির্মিত হওয়ার পর সড়ক পথে চুরি ডাকাতী ছিনতাই সহ নানা ধরনের অপরাধ মুলক কর্মকান্ড অনেকাংশে কমে এসেছে। শুধু তাই নয়, সড়কে সড়ক র্দুঘটনাও কমে আসার পাশা-পাশি সড়কে শৃংখলাও ফিরে আসে। 

@bagerhat24.com