Logo
table-post
মোরেলগঞ্জে সাবেক সেনা সদস্যের বাড়ি ভাংচুর, লুট
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম

মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য মো. মজিবুর রহমানের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ৮টার দিকে জিউধরা ইউনিয়নের বরইতলা গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারিরা মজিবুর রহমানের বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, একটি মোটর সাইকেলসহ মূল্যবান সকল মালামাল লুটে নেয়।

পরে ঘরের বেড়া, টিন থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্র ভাংচুর করে। ধারালো অস্ত্র দিয়ে বিছানার তোষক ও খাবার পানির ট্যাংকি কেটে ফেলে। একই সময় পাশ্ববর্তী আউয়াল হাওলাদারের বাড়ি থেকে ২টি ছাগল নিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ১২ টার দিকে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় আজ রবিবার সাবেক সেনা সদস্য মজিবুর রহমান ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে থানা ও স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন।

মজিবুর রহমান বলেন, তার ছেলে নাসির উদ্দিন সঞ্জু ছাত্রলীগ করার অপরাধে স্থানীয় সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। ঘটনার সময় সঞ্জু, তার স্ত্রী রাবেয়া বেগম ও তাদের শিশুকন্যা সুবা আক্তার পালিয়ে আত্মরক্ষা করেন।

এ বিষয়ে থানার ওসি(তদন্ত) মো. নাজমুল্লাহ বলেন, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছেন।

@bagerhat24.com