ফকিরহাটে জাতীয় যুব দিবস উপলক্ষে চেক ও সনদ বিতরণ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে ফকিরহাটে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৪। এ উপলক্ষে যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণের সনদ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কোহিনুর জাহান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, জয়িতা পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা সোনিয়া আক্তার কারিমা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কোহিনুর জাহান বলেন, ‘যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, বাল্য বিবাহ ও মাদক নির্মূল, উদ্যোক্ত প্রশিক্ষণ ও কোরিয়ায় দক্ষ মৎস্যচাষী জনবল তৈরির মাধ্যমে দেশের উন্নয়নে ফকিরহাটের যুবকরা ভূমিকা রাখতে পারে।
সভা শেষে ৩০ জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদ প্রদান ও একজনকে ৮০ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী-পুরুষ ও যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।