Logo
table-post
ফকিরহাটের লখপুরে ১১ বোতল ফেন্সিডিলসহ মা-ছেলে গ্রেপ্তার
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি 
ফকিরহাটে ফেন্সিডিল সহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছেন মডেল থানা পুলিশ। উপজেলার লখপুরের জলছত্র মোড় এলাকা থেকে ১১ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-বাগেরহাট সদর উপজেলার হরিনখানা এলাকার বাবুল শেখের স্ত্রী লাইলী বেগম (৫০) ও ছেলে আরমান শেখ জয় (৩০)।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জলছত্র মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত মা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাদের বৃহস্পতিবার দুপুরে  বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। 

@bagerhat24.com