Logo
table-post
মোরেলগঞ্জে পানি অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সভা
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম
বাগেরহাটের মোরেলগঞ্জে পানি অধিকার ও পানি অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে এক সভাঅনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তুবা কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এ সভার আয়োজন করে। হেলভেটাস বাংলাদেশের সহযোগীতায় অনুষ্ঠিত ১ দিনের এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ওয়াস বাজেট মনিটরিং ক্লাব, মা সংসদ ও স্বাস্থ্য গ্রাম দলের ৩৫ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বাবুল, সচিব মো. সালাহউদ্দিন, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিব রিপন কুমার পাল, ডরপ এ্যাকসেস প্রকল্পের সমন্বয়কারি শওকত চৌধুরী, সাংবাদিক গনেশ পাল, যুব গ্রুপ সভাপতি শেফালী আক্তার রাখি ও বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি মো. খলিলুর রহমান।

@bagerhat24.com