Logo
table-post
দলীয় প্রভাব খাটিয়ে ভাইয়ের জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম

মোরেলগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে আপন ভাইয়ের জমি ও দোকান দখলের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। পূর্ব সরালিয়া গ্রামের আলাউদ্দিন তালুকদার তার আপন বড় ভাই মোরেলগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদারের বিরুদ্ধে এমন অভিযোগ দিয়েছেন প্রেসক্লাবে। 

 

অভিযোগে আলাউদ্দিন তালুকদার বলছেন, তার বড়ভাই আমীর আলী তালুকদার বিএনপিকে পুজি করে রাতের অন্ধকারে তার(আলাউদ্দিন তালুকদারের) জমি ও দোকানঘর দখলসহ বিভিন্ন প্রকার অনিয়ম করছে। ওইসব অনিয়ম ধামাচাপা দেওয়ার জন্য আমীর আলী সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলন করেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন আলাউদ্দিন তালুকদার।

 
অভিযোগে বলা হয়েছে, এসএ ৬২৯ নং খতিয়ানে ৬৬৯ ও ৬৭০ নং দাগে .৭৩ শতক জমি আলাউদ্দিন তালুকদারের পিতা মমিন উদ্দিন তালুকদার ১৯৯০ সালে আলাউদ্দিন তালুকদারের নামে হেবাবেল এ্যাওয়াজ দলিল করে দেন। ওই জমির মধ্য হতে কিছু জমি জালিয়াতির আশ্রয়ে তঞ্চকী দলিলের মাধ্যমে আমীর আলি তালুকদার নীজনামে রেকর্ড করে নেন যা আদালতে ভূয়া প্রমানিত হয়।

 
এ অবস্থায় আমীর আলীর অবৈধ প্রভাব থেকে মুক্তি পেতে তার ছোটভাই আলাউদ্দিন তালুকদার আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীসহ বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 

@bagerhat24.com