
ফকিরহাটের বেতাগায় আকস্মিক অগ্নিকান্ডে চারটি দোকান পূড়ে ছাই
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ষাটতলা বাজারে আকর্ষিক অগ্নিকান্ডে চারটি দোকানঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ৮লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। সোমবার গভীর রাতে ষাটতলা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলি সর্বস্ব হারিয়ে এখন মানবেতর জীবন যাপান করছে। জানা গেছে ঘটনার দিন গভীর রাতে বিদ্যুতের সর্টসাকিট এর মাধ্যমে প্রথমে তরুন দেবনাথ এর গ্যারেজে অগ্নিকান্ডের সুত্রপাট ঘটে।
পর্যায়ক্রমে সমগ্র আগুন মিলন দেবনাথ এর দুটি দোকান, বাদল দেবনাথ ও এনায়েত হোসেন এর দোকানে ছড়িয়ে পড়লে সর্বস্ব পুড়ে শেষ হয়ে যায়। এতে সকল দোকানের সম্পূর্ণ মালামাল ও আসবাবপত্র পূড়ে প্রায় ৮লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।