
ফকিরহাটে যুবদলের উদ্যোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা যুবদলের উদ্দোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা সোমবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ফকিরহাট বিশ্বরোড মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
যুবনেতা ফেরদাউস আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব শেখ ফরহাদ হোসেন ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সেলিম শেখ ও আনিচুর রহমান আনিস।
যুবনেতা মিঠুন চন্দ্র রায় এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুমান আল মেহেদী, যুগ্ম আহবায়ক কাজি মিরাজুল ইসলাম মিরাজ, জি এম শামীম হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এস আই রুবেল, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাকিব শেখ ও বিএনপি নেতা ফকরুল আলম হালাদার প্রমুখ।