Logo
table-post
ফকিরহাটের মানসায় ৮দলীয়  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট মানসা শাপলা ক্রীড়া চক্র আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

আরাফাত  রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা।  

 

মাঠ পরিচালনায় ছিলেন মানসা শাপলা ক্রীড়া চক্রের সভাপতি ও অত্র ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ মিজানুর রহমান, মানসা শাপলা ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক মিজানুর রহমান হালদার, সার্বিক সহযোগিতায় ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপির আহবায়ক আতিয়ার রহমান মোড়ল।

 

এসময় আরো উপস্থিত ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবীন্দ্রনাথ হালদার বাটুল, ফকিরহাট উপজেলা বিএনপির আহবায়ক ফকির শহীদুল ইসলাম, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, খান লিয়াকত আলী, য্বুদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ. রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান টুটুক, যুবদল নেতা নওশের আলী, ছাত্রদল নেতা শাহরিয়ার রাব্বি, বিশিষ্ট সমাজসেবক বাবলু কুমার আশ, ফকিরহাট উপজেলা, মানসা শাপলা ক্রীড়া চক্রের যুগ্ম আহবায়ক এসএম মনির আহম্মেদ ডালিমসহ অন্যান্যরা। ফাইনাল খেলা মানসা শাপলা ক্রীড়া চক্র বনাম সৈয়দ মহল্লা যুবসংঘ অনুষ্ঠিত হয়।

খেলায় সৈয়দ মহল্লা যুব সংঘকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে মানসা শাপলা ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, তাকে সহযোগিতায় ছিলেন আলী আকবর ও সুমন রাজু। 

@bagerhat24.com