Logo
table-post
বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেডিকেল ক্যাম্প
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে পৃথক পৃথকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা যুবদলের সাবেক সভাপতি হারুণ-অর রশীদ নূর মসজিদ মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এসয়ম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন, যুবদল নেতা মোঃ বাদশা, এস কে বদরুল আলম, আবুল হাচান, মোঃ জাহাঙ্গীর হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অন্যদিকে একই সময় সদর থানার মোড়ে সাবেক ছাত্রদল নেতা নিয়াজ হোসেন শৈবালের নেতৃত্বে যুব দলের একটি অংশ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।প্রতিষ্ঠা বার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুশি স্থানীয়রা।


দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।


এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

@bagerhat24.com