Logo
table-post
ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ড এখন মরণ ফাঁদ পিচঢালা রাস্তায় ইটের সলিং
01/01/1970 12:00:00

পি কে অলোক,ফকিরহাট
খুলনা-মোংলা ও বাগেরহাট মহাসড়কের জনবহুল ও গুরুত্বপূর্ণ কাটাখালী বাসস্ট্যান্ড ৮রাস্তা মোড়ের পিচঢালা রাস্তার পিচ উঠে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে তা এখন যানবাহন ও পথচারী চলাচলের চরম সমস্যার করণ হয়ে দাড়িয়েছে। অতিদ্রুত মোড়ের পিচঢালা রাস্তা পূণঃ সংস্কার করা না হলে যানবাহন চলাচলে চরম বাঁধা হয়ে দাড়াবে।

এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় এলাকাবাসি সড়ক ও জনপদ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, খুলনা মোংলা, বাগেরহাট-খুলনা ও ঢাকা মাওয়া মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ড একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ মোড় হিসাবে দেশের বিভিন্ন স্থানে এর সুপরিচিতি রয়েছে। মোংলা বা খুলনা হতে রাজধানী ঢাকা বা চট্টগ্রামে যাতায়াতের জন্য এই কাটাখালী বাসস্ট্যান্ডের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ এই মোড়ের উপর দিয়েই দেশের সর্ব স্থানে যাতায়াত করতে হয়।

তাছাড়া দেশের দ্বীতিয় বৃহত্তর মোংলা বন্দরের সকল আমদানী রপ্তানীকৃত পণ্য সড়ক পথে যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে কাটাখালী বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ডকে অতিক্রম করেই দেশের সব স্থানে যাতায়াত করতে হয়। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই ৮রাস্তার মোড়ের উপর পিচঢালা রাস্তার পিচ উঠে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে তা এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ পিচঢালা রাস্তার পিচ উঠে বড়বড় গর্তের সৃষ্টি হওয়ায় তারা মাঝে মধ্যে সেই গর্তে কিছু ইটের সলিং বা খোয়া ফেলে নির্মাণ করে যানবাহন চলাচলে সুবিধা করে দিলেও তা ক্ষনিকের জন্য। কিন্তু একটু বৃষ্টি হলেই আবারও গর্তের সৃষ্টি হয়ে তা যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসি সরদার জাকির হোসেন, আবু তাহের, ওবাইদুল ও আনিছুর রহমান সহ একাধিক ব্যক্তিরা জানান, সড়ক বিভাগ ইটের সলিং নির্মাণ করে গর্ত বন্ধ করে দেওয়ার পর একটু বুষ্টি হয়েই পূনঃরায় একই অবস্থার সৃষ্টি হয়। আর সেই সময়ে গর্তে ভিতর পড়ে অনেকে গুরুত্বর আহত হচ্ছেন।

মোড়ের উপর ভেঙ্গেচুরে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে তা নিজে চোখে না দেখলে বুঝার উপর নেই যে কতবড় বিপদ এখানে। তারা আরও বলেন প্রায় সময়ে অধিকাংশ মটর সাইকেল ভ্যান রিক্সা বা ইজিবাইক ও মাহেন্দ্র চালকরা এখানে এসে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে দুর্ঘটনার কবলে পড়েন। শুধু তাই নয়, বাস ট্রাক ও পরিবহনের চাকা এখানে এসে নষ্ট হয়ে পড়ে। সে সময়ে তীব্র যানজাটের সৃষ্টি হয়। এব্যাপারে বাসস্ট্যান্ডটি পূণঃ সংস্কারের জন্য স্থানীয় এলাকাবাসির ও যানবাহন চালকরা সড়ক ও জনপদ বিভাগের উর্দ্ধতন কর্মকতাদের হস্তক্ষেপ কামনা করেছেন। 
 

@bagerhat24.com