রামপাল থানার বিদায়ী ওসি সোমেন দাশকে প্রেসক্লাব রামপালের সম্মাননা স্মারক প্রদান
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপাল থানার বিদায়ী অফিসার ইন-চার্জ সোমেন দাশকে প্রেসক্লাব রামপাল ও রামপালবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ওসি'র কক্ষে এ সম্মাননা স্মারক প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
জানা গেছে, গত ইং ২০২৩ সালের ১০ ডিসেম্বরে যোগদানের পরেই ওসি সোমেন দাশ আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসানীয় ভূমিকা পালন করেন। তিনি আওয়ামী সরকারের বলয়ে থেকেও সকল প্রকার চাপ উপেক্ষা করে তার পেশাধারীত্ব বজায় রেখেছেন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি রোধে বিশেষ ভূমিকা পালন, মাদক নির্মূল, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং দমন, আলোচিত হত্যা মামলার পেশাধারী অস্ত্রধারী কিলারদের গ্যাং ও অস্ত্রসহ গ্রেফতার, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধে সাহসিকতার সাথে বিশেষ ভূমিকা পালন করেন।
দল, মত নির্বিশেষ তিনি তার সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানুষের আস্থা অর্জন করেন। একজন ভিন্ন ধর্মের মানুষ হলেও পেশাধারীত্বে তিনি অটল ছিলেন। রাজনৈতিক চাপ কৌশলে উপেক্ষা করে তিনি তার সর্বোচ্চটুকু সেবা দানের চেষ্টা করেছেন এই কর্মকর্তা। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি আমার পবিত্র দায়িত্বকে পবিত্র মনে করে কাজ করেছি। যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখবেন ততদিন আমি নিষ্ঠার সাথে কাজ করবো। আমি বাংলাদেশে মানুষের কাছে দ্বায়বদ্ধ। আমি আমার বিবেকের কাছে দ্বায়বদ্ধ। সবাই আমার জন্যে দোয়া ও আশীর্বাদ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সহসভাপতি মো. কবির আকবার পিন্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, অর্থ সম্পাদক মো. তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্যা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদু্ল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক লায়লা সুলতানা, সদস্য রেজাউল ইসলাম, মো. হারুন শেখ, মো. তুহিন মোল্যা, মুর্শিদা পারভীন, গাজী আবু নাইম, অধ্যাপক সুখময় ব্রহ্ম, শেখ সাগর আহমেদ প্রমুখ।