চিতলমারীতে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল অনুষ্ঠিত
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাত মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) বিকেল ৫ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ মাহফিল হয়। মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল টিমের অন্যতম সিনিয়র সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক ও টিভি উপাস্থাপক শিল্পী ওবায়দুল্লাহ তারেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমীর রেজাউল করিম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমীর মাওলানা গাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা শাখার সেক্রেটারী শেখ ইউনুস আলী ও বাগেরহাট ওলামা বিভাগের সভাপতি এবং কোর্ট মসজিদের খতিব মাওলানা মোঃ রুহুল আমীন।
সীরাত মাহফিল সঞ্চালনায় ছিলেন ওলামা বিভাগ চিতলমারী শাখার সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজ।
সার্বিক শৃঙ্খলায় ছিলেন চিতলমারী পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী সদর ইউনিয়ন সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
ইসলামী সংগীত পরিচালনায় ছিলেন বাগেরহাট খানজাহান আলী শিল্পীগোষ্ঠি। এ সময় সীরাত মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।