বাগেরহাটে মাছ চুরির অভিযোগে ঘের কর্মচারী কারাগারে
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে ঘের থেকে তিন লক্ষ টাকার চিংড়ি মাছ চুরির অভিযোগ আলামিন (২৮) নামের এক ঘের কর্মচারীকে আটক করেছে পুলিশ। এঘটনায় সোমবার (২০ অক্টোবর ) সকালে ঘের মালিক আজম আলী মোল্লা বাদি হয়ে ঘের কর্মচারী আলামিনসহ আরও দুই নারী আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছে।
মামলার আসামীরা হলেন মোঃ আলামিন শেখ (২৮), বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লব গ্রামের শুরুর আলীর স্ত্রী আনজিরা বেগম ( ২৭) ও ওয়াদুদ ফকিরের স্ত্রী হজেরা বেগম (৪৭)।
ঘের মালিক আজম আলী মোল্লা বলেন, বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লব গ্রামে আমার নিজস্ব জমিতে মাছের ঘের করে আসছি। মৌসুম অনুযায়ী বাগদা, গলদাসহ বিভিন্ন প্রজাতীর মাছের চাষ করা হয়। ঘের পরিচালনার জন্য আলামিন নামের এক কর্মচারীকে মাসিক বেতনে রাখা হয়। মাছের পাশে প্রতিবেশি এক নারীর সাথে আলামিন অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এরপর মাছের ঘের থেকে বিভিন্ন সময় বাগদ ও গলদা চিংড়ি ধরে নিয়ে আলামিন প্রতিবেশি আরও দুই নারীর সাথে যোগসাজসে বিক্রি করে দেয়। এভাবে কয়েক বার ঘের থেকে মাছ চুরি করে বিক্রি করায় ঘের মাছ শুন্য হয়ে আসে। এতে প্রায় ৩ লাক্ষ টাকার মাছ চুরি করে নেয়। সবশেষ গত শনিবার মাছ চুরি করায় হাতে নাতে ধরা পড়ে।
আজম আলী মোল্লা আরও বলেন, এবার ঘের করে পুজি ঘরে নিতে পারিনি। বিশ্বাসের উপর কর্মচারী আলামিন মাছ চুরি করেছে। একারনে মামলা করতে বাধ্য হয়েছি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, মাছ চুরির অভিযোগে ৩ জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আলামিন নামের এক জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।