মোরেলগঞ্জে মারপিটে আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ
মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ী বাবুল বক্স(৫৫) মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে খুলনা ২৫০ সয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। বাবুল বক্স মধ্য চিংড়াখালী গ্রামের মুনছুর আলী বক্সের ছেলে। সে স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিল।
আওয়ামী লীগ সরকারের পতনের পরে গত ৫ আগষ্ট রাতে তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারিরা বাবুল বক্সকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। রাতেই স্বজনেরা তাকে খুলনা ২৫০ সয্যা হাসপাতালে ভর্তি করেন। টানা ২০ দিন চিকিৎসাধীন থাকার পরে মঙ্গলবার রাতে সে মারা যায়। তার স্ত্রী ও ৫ সন্তান রয়েছে। স্ত্রী রিজিয়া বেগম ও ছোটভাই ওয়ার্ড মেম্বর বাদল বক্স এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, বাবুল বক্স চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। থানায় এখনো কেউ লিখিতভাবে জানায়নি।