Logo
table-post
বাগেরহাটে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালন
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এর উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু অভিঘাত; প্রেক্ষিত নারীর খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলার চাপাতলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই সভা হয়।


পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সদস্য শেখ আব্দুল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বক্তব্য দেন, বাগেরহাট পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো মাহাবুবুর রহমান লিটন, চাপাতলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালমা বেগম, চিত্রা দাস, খাদিজা খাতুন, মিতালি রানী, সীমা দে প্রমুখ।


সভায় পরিবার, সমাজ ও অর্থনীতিতে গ্রামীন নারীদের অবদান নিয়ে আলোচনা করা হয়। সভায় চাপাতলা  গ্রামের অর্ধশতাধিক নারী এই সভায় অংশগ্রহন করেন।

@bagerhat24.com