বাগেরহাটে মটর শ্রমিক ইউনিয়নের সাথে বিআরটিএ‘র মতবিনিময়
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআইরটিএ)বাগেরহাটের কর্মকর্তাদের সাথে বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ানের প্রতিনিধিগণ মতবিনিময় সভা করেছেন।মঙ্গলবার (১৫ অক্টোবর)দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বিআরটিএ‘র কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।
সভায়, বিআটিএ সহকারি পরিচালক লায়লাতুল মাওয়া , মোটরযান পরিদর্শক রনজিৎ হালদার, খুলনা সোনাডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান, বাগেরহাট জেলা বাস মালিক সমিতির যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়াম, সদস্য সচিব ফকির শহিদুল ইসলামসহ মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায়, বাগেরহাটের বিভিন্ন সড়কে যাত্রী হয়রানি বন্ধ, যাত্রীদের প্রত্যাশিত সেবা নিশ্চিত অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং পরিবহন সেক্টরে সব ধরনের চাঁদাবাজি বন্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যাত্রাবাহী পরিবহন খাতে যারা অনিয়ম করবে তাদেরকে শাস্তির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দেওয়া হয়।