রামপালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি আলোচনা
01/01/1970 12:00:00এম, এ সবুর রানা
"আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় এ উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব উদ্দিন এর সভাপতিত্বে র্যালি ও মহড়া শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, আইসিটি কর্মকর্তা রনিক হালদার, মুক্তিযোদ্ধা ডিএল রায়, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, মুর্শিদা পারভীন, উপসহকারি কৃষি কর্মকর্তা কিশোর বালা প্রমুখ। অনুষ্ঠানের শেষে উপজেলা ফায়ার ব্রিগেডের সদস্যরা দূর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে মহড়া দেন।