Logo
table-post
পিরোজপুর পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন ব্রিগেডিয়ার জেনারেল মো: হাফিজ মাহমুদ
01/01/1970 12:00:00

পিরোজপুর প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। আজ রোববার এ উপলক্ষে পিরোজপুর পূজা উদযাপন কমিটির সাথে ব্রিগেডিয়ার জেনারেল মো: হাফিজ মাহমুদ(এসজিপি,এনডিইউ,পিএসসি) মতবিনিময় সভা করেন।

 

শ্রী শ্রী সর্বজনীন পিরোজপুর উত্তর পাড়া মন্দির প্রাঙ্গনে রবিবার দুপুরে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো: হাফিজ মাহমুদ  (এসজিপি,এনডিইউ,পিএসসি) । এ সময় আরো উপস্থিত  ছিলেন পিরোজপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আরিফুল ইসলাম (পিএসসি) এবং মেজর জাহিদুল ইসলাম।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা কমিটির পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী মতি দোলা গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার সভাপতি বাবুল হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাড: দিলিপ কুমার মাঝি, হিন্দু মহাজোট সভাপতি ডা: অরবিন্দ রায়, উত্তর পাড়া মন্দিরের সভাপতি চন্দ্র শেখর হালদার।

 

এ সময় প্রধান অতিথি বলেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। সর্বোচ্চ নিরাপত্তা চাদরে পিরোজপুরে সকল পূজা মন্ডপ গুলো ঢেকে দেয়া হয়েছে। কেউ কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

@bagerhat24.com