দেশীয় অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড
01/01/1970 12:00:00মাসুদ রানা, মোংলা
কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি আভিযানিক দল ও দাকোপ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে।
আটক ব্যক্তির নাম মো. শাহ আলম শেখ (৫৪)। তিনি দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের বাসিন্দা।
১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসিন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় দীর্ঘদিন যাবত খুলনা জেলার দাকোপ থানাধীন কামারখোলা ইউনিয়নে শাহারাবাত এলাকায় শাহ আলম শেখ (৫৪) নামক একজন দুষ্কৃতকারী অস্ত্র ব্যবহার করে প্রভাব বিস্তার এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১১ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক ১টায় বর্ণিত এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান এবং বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে শাহ আলম শেখকে ১টি অবৈধ ওয়ান শুটার পাইপগান, ২রাউন্ড তাজা কার্তুজ এবং ২ রাউন্ড ফাঁকা কার্তুজসহ আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে জব্দকৃত সকল আলামতসহ দাকোপ থানায় হস্তান্তর করা হয়।