Logo
table-post
বাগেরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রনেতাকে সংবর্ধনা
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাগেরহাটের নাগের বাজার এলাকার বাসিন্দা অনিক সাহাকে ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর)দুপুরে বাগেরহাট শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় জেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ের সামনে এই সংবর্ধানার আয়োজন করা হয়। এসময়, বাগেরহাট জেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ, ছাত্রদল নেতা মেহেদি হাসান মুন্না, আব্দুল কাদের শেখ সাগরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আলী সাদ্দাম আহমেদ দীপ জানান, জগন্নাত বিশ্ববিদ্যালয়ে মিছিলের সময় পুলিশের গুলিতে অনিকসাহা গুরুত্বর আহত হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে অনিকের গুরুত্বপূর্ণ বূমিকা রয়েছে। তাকে সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত।


অনিক সাহা বলেন, প্রথম থেকে আমরা সকল যৌক্তিক আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। গুলিবিদ্ধ অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে ছিলাম। এখন দেশ স্বাধীন হয়েছে। গুলি খাওয়ার কষ্ট আমি ভুলে গেছি।


অনিক সাহা জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। গেল ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ে মিছিলের সময় গুলিবিদ্ধ হন তিনি।

@bagerhat24.com