Logo
table-post
বাণী আর ভক্তির মিলনে মুখর ফকিরহাট, নানা আয়োজনে উদযাপিত সরস্বতী পূজা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

বিদ্যা, জ্ঞান ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনায় ফকিরহাটজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শাস্ত্রীয় বিধান অনুযায়ী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন আয়োজনে পালিত হয়েছে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পূজামণ্ডপ ও শিক্ষার্থীদের বাড়িতে সকাল থেকেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তরা দেবীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং পূজা শেষে পুষ্পাঞ্জলি ও প্রসাদ গ্রহণ করেন। শিশুদের শিক্ষাজীবনের সূচনার প্রতীক হিসেবে অনেক স্থানে হাতেখড়ি অনুষ্ঠানও আয়োজন করা হয়।

মূলঘর ইউনিয়নের কলকলিয়া গুরুচরণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় পূজা শুরু হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে বাণী অর্চনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। পরে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদারসহ সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়, কংগ্রেস মোড় পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও ব্যক্তিগত উদ্যোগে ঘরে ঘরে অনুরূপভাবে সরস্বতী পূজা উদযাপিত হয়।

@bagerhat24.com