Logo
table-post
সীমান্ত পেরিয়ে বিপদে পড়া বাংলাদেশি জেলে উদ্ধার, ভারত-বাংলাদেশ কোস্ট গার্ডের মানবিক দৃষ্টান্ত
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

ভারত ও বাংলাদেশের কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে এক বাংলাদেশি জেলেকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। পরে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য থানায় সোপর্দ করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন জানায়, উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান (২২) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৩ জানুয়ারি কক্সবাজারের মহেশখালীর ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি মাছ ধরার নৌকা সাগরে যাত্রা করে। মাছ ধরার সময় ১৮ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে নৌকাটি ভুলবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে।

এ সময় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘কমলা দেবী’ নৌকাটিকে ধাওয়া করলে জেলে আব্দুল মান্নান ভয়ে নৌকা থেকে লাফ দিয়ে সাগরে পড়ে যান। তাৎক্ষণিকভাবে ভারতীয় কোস্ট গার্ড তাকে সমুদ্র থেকে উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়।

পরবর্তীতে ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশের কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করলে সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা পদ্মা’-এর মাধ্যমে তাকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা চরে নিয়ে আসা হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতে জেলেকে মোংলায় আনা হয় এবং শুক্রবার তাকে পরিবারের কাছে হস্তান্তরের লক্ষ্যে শরণখোলা থানায় সোপর্দ করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনা সমুদ্রসীমায় দায়িত্ব পালনরত ভারত ও বাংলাদেশের কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্কের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

এছাড়া উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিপদগ্রস্ত নাবিক ও জেলেদের সহায়তায় কোস্ট গার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

@bagerhat24.com