Logo
table-post
নির্বাচনের সময় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিতে বাগেরহাটে বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

নির্বাচনকালীন সময় সঠিক ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর তত্ত্বাবধানে এবং বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। তিনি বলেন, নির্বাচনকালীন সাংবাদিকতা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজে আস্থা তৈরি করে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে বাগেরহাট জেলার ৯টি উপজেলার মোট ৫০ জন কর্মরত সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ভুয়া তথ্য, অপতথ্য, গুজব, হেট স্পিচ ও প্রোপাগান্ডা প্রতিরোধে ফ্যাক্টচেকিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। তিনি তথ্য, ছবি ও ভিডিও যাচাইয়ের আধুনিক কৌশল তুলে ধরেন।

এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনা ও নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ হুমায়ুন কবীর। প্রশিক্ষণের প্রথম দিনে বক্তব্য রাখেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

@bagerhat24.com