নির্বাচনী হাওয়া কচুয়ার গজালিয়ায়: জামায়াত প্রার্থী রাহাতের জনসভায় ব্যাপক সাড়া
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নে নির্বাচনকে সামনে রেখে জনসভা করেছে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
গজালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু হানিফের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী রাজনীতির বিকল্প নেই।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এনামুল কবির, কচুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, ধোপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মস্তাজাবুল হক এবং শ্রমিক নেতা অধ্যাপক শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে একটি আদর্শ, ন্যায়পরায়ণ ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা হবে। তিনি আগামীর নির্বাচনে ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান।
