Logo
table-post
প্রতীক পাওয়ার পরই মোংলায় ভোটের মাঠ গরম, প্রথম দিনেই সরব বিএনপি ও জামায়াত প্রার্থীরা
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

প্রতীক বরাদ্দের পরপরই বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রথম দিনের সকাল থেকেই ভোটের মাঠে নেমে পড়েন বিভিন্ন দলের প্রার্থী ও তাদের সমর্থকেরা। ভোর হতেই ভোটারদের কাছে পৌঁছাতে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা।

বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সকাল বেলায় মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে প্রচার কার্যক্রম শুরু করেন। তিনিও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে সমর্থন চান।

তবে নির্বাচনী মাঠে এদিন স্বতন্ত্র প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের কোনো প্রার্থী কিংবা তাদের নেতা-কর্মীদের তৎপরতা চোখে পড়েনি। ফলে প্রথম দিনের প্রচারণায় বিএনপি ও জামায়াত প্রার্থীদের উপস্থিতিই ছিল বেশি লক্ষণীয়।

@bagerhat24.com