"গোলাপী ও সাদা" দুই ব্যালটেই ভোট দিবেন: বাগেরহাট জেলা প্রশাসক
01/01/1970 12:00:00মোংলা প্রতিনিধি
গণভোটে অংশ নিতে সকলকে আহবান জানালেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রæয়ারীর গণভোটে 'গোলাপী' ব্যালটে হ্যাঁ-অথবা-না এবং জাতীয় সংসদ নির্বাচনে 'সাদা' ব্যালটে আপনারা অবশ্যই ভোট দিয়ে আসবেন। যে প্রার্থীকে পছন্দ হয় আপনাদের চিন্তাভাবনার প্রেক্ষিতে দুটি ভোটই প্রদান করবেন।
মঙ্গলবার বিকেলে রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে “রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র’র আয়োজনে স্থানীয় দুই হাজার শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা প্রশাসক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পরিবেশ ও সমাজের দায়বদ্ধতার জায়গা থেকেই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ আপনাদের যে সহায়তা প্রদাণ করছে, এই উপহারকে আপনারা দান মনে করবেন না। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটি স্থানীয় জনস্বার্থে নানাবিধ সেবা দিয়ে আসছে, এগুলোকে আপনারা সানন্দে গ্রহণ করবেন।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেড'র রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র'র প্রকল্প পরিচালক রামানাথ পূজারী, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, বিআইএফপিসিএল'র চিফ ফাইন্যান্স অফিসার ইমানুয়েল পোনরাজ, মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জি, এম, তরিকুল ইসলাম ও বিআইএফপিসিএল'র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃক বাস্তবায়িত ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (রামপাল পাওয়ার প্লান্ট) ২০২২ সালের ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। বিগত টানা দুই মাস নভেম্বর ও ডিসেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করার খ্যাতি অর্জন করেছে।
তাছাড়া নিরবিচ্ছিন্নভাবে ৮-১১% বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে জোরালো ভূমিকা রেখে চলেছে এই অত্যাধুনিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। একই সঙ্গে এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করছে।
শুধু তাই নয়, রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রকল্পটির আওতায় স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিয়মিতভাবে বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, হুইল চেয়ার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেডিসিন বিতরণ। এরই অংশ হিসেবে শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম করে আসছে।
প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছরে মোট ১৯০০০ (উনিশ হাজার) কম্বল বিতরণ করেছে এবং মঙ্গলবার আরও ২০০০ (দুই হাজার) কম্বল বিতরণ করা হয়েছে, যা শীতার্ত মানুষের সহায়তায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতিফলন।
