Logo
table-post
অনলাইন যৌন নির্যাতন থেকে শিশু সুরক্ষায় বাগেরহাটে মতবিনিময় সভা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

শিশুদের প্রতি অনলাইনে যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধ এবং সুরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বাগেরহাট জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে বাগেরহাট শহরের ধানসিঁড়ি হোটেলের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ইইউ-স্পিক অপ প্রকল্প এর সহায়তায় এবং ইনসিডিন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এ সভায় শিশুদের বিদ্যমান সেবা কাঠামো, অনলাইন ঝুঁকি, প্রতিরোধমূলক করণীয় এবং নিরাপত্তা জোরদারের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ শুনুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুল সাকিব, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াদুদ মুক্ত এবং অ্যাডভোকেট মেহেরুন নেছা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ রফিকুল আলম। তিনি শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিশু সুরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

@bagerhat24.com