গণভোটে জনসম্পৃক্ততা বাড়াতে বাগেরহাটে সুধী সমাবেশ
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
গণভোটের প্রচার জোরদার ও ভোটারদের সচেতন করে তুলতে বাগেরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঐতিহাসিক খানজাহান আলী মাজার মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে সচেতন ও দায়িত্বশীল ভোটারের বিকল্প নেই। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রকে টেকসই করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন। তিনি বলেন, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধরী (বিপিএম), জেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ আবুআনছার এবং জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন খান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সুধী সমাবেশ গণভোটে জনসচেতনতা বাড়াতে এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
