গণভোট সফল করতে বাগেরহাটে ইমাম সম্মেলন, ভোটারদের সচেতন করতে প্রশাসনের আহ্বান
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
গণভোটের ব্যাপক প্রচার এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বাগেরহাটে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) শহরের খানজাহান আলী মাজার মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি গণভোটকে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে বলেন, জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য গণভোটের মূল শক্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিনুর রহমান। সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ. বি. এম. গোলাম সরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম), জেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ আবুআনছার, জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম, বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল কালাম শেখ, বাগেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ রুহুল আমিন খান এবং সরুই কওমী মাদ্রাসার মুহতামিম মো. আশেকুর রহমান।
বক্তারা বলেন, ধর্মীয় নেতাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরলে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়বে। এ ধরনের সম্মেলন গণভোটকে অর্থবহ ও অংশগ্রহণমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
