ফকিরহাটের মেধাবী ছাত্র সাগর মল্লিক ক্যান্সারে আক্রান্ত বৃত্তবানদের কাছে সাহায্য কামনা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের লখপুরের কাহারডাঙ্গা এলাকায় দরিদ্র ভ্যান চালকের পুত্র সাগর মল্লিক অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেয়ে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে মেধাবী ঐ মাদ্রাসা ছাত্র। পুত্রের চিকিৎসা করাতে গিয়ে পিতা আলমগীর মল্লিক তার সহায় সম্বল বিক্রি করে এখন পথের ফকিরে পরিনত হয়েছে। তবে উন্নত চিকিৎসা করতে পারলে সে ভাল হয়ে পুনঃরায় লেখা-পড়া করতে পারবে বলেও চিকিৎসকরা জানিয়েছেন।
জানা গেছে, লখপুরের কাহারডাঙ্গার যুগীখালী নদীর চরে (সরকারী খাস জমিতে) হতদরিদ্র ভ্যানচালক আলমগীর মল্লিক ছোট্ট একটি কুড়ে ঘর বেঁধে সেখানে স্ত্রী ও দুটি পুত্র সন্তান নিয়ে বসবাস করেন। বড় পুত্র সাগর মল্লিক জাড়িয়া মাইট কুমরা গ্রামের জাড়িয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর মেধাবী ছাত্র। এবং ছোট পুত্র হুসাইন মল্লিক সেও লেখা-পড়া করে। স্ত্রী ও দুসন্তানকে নিয়ে চলছিল তাদের সুখের জীবন। কিন্তু হঠাৎ করে তার বড় পুত্র অথাৎ সাগর মল্লিক অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের ডাক্তাররা ব্যপক পরিক্ষা-নিরিক্ষা করার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় নাক-কান গলা ইনস্টিটিউট (এনআইইএনটি) হাসপাতাল চিকিৎসা করান। সেখানের অভিজ্ঞ ডাক্তাররা পরিক্ষা-নিরিক্ষা করে বলেছেন সাগর মল্লিক ব্রেন ক্যান্সারে আক্রান্ত, তবে তাঁকে সুচিকিৎসা বা উন্নত চিকিৎসা করতে পারলে সে সুস্থ জীবনে ফিরে আসতে পারবে।
তাঁরা আরো বলেন, তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হলে প্রায় ৬লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু দরিদ্র পিতার পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব। তাই তিনি গত ১৯-১১-২৫ইং তারিখে ফকিরহাট উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ঢাকাস্থ সমাজ কল্যান মন্ত্রনালয়ে সাহার্য্য চেয়ে ১টি আবেদন করেছেন। কিন্তু তার কোন উত্তর এখনো তিনি পাননী।
দরিদ্র ভ্যানচালক পিতা আলমগীর মল্লিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি ভ্যান চালান এবং তার স্ত্রী মাছ কোম্পানীতে কাজ করতেন। কিন্তু পুত্র ক্যান্সার রোগে আক্রান্ত হলে স্ত্রী কাজ ছেড়ে বাড়িতে থাকেন পুত্রকে দেখা-শুনার জন্য।
সাহায্য পাঠাবার ঠিকানা- সাগর মল্লিক, জনতা ব্যাংক কাটাখালী শাখা, সঞ্চয়ী হিসাব নং-০১০০২৮১৯৮৯৪৬৯, বিকাশ, নং- ০১৭২৫-১৩৪১৯২।
