Logo
table-post
ফকিরহাটের লখপুরের বাঐডাঙ্গা এলাকায় পানের বরজে আগুনের চেষ্টা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি 
ফকিরহাটের লখপুর ইউনিয়নের বাঐডাঙ্গা এলাকায় মিজানুর রহমান নামের একজন পান চাষির পানের বরজে আগুন ধরিয়ে দিয়ে ক্ষতির চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার (১৯ জানুয়ারী) গভীর রাতে বাঐডাঙ্গা এলাকায় মিজানুর রহমান নামের ঐ পান চাষির পানের বরজে ডিজেল ছিটিয়ে আগুন দিয়ে এই চেষ্টা চালানো হয়। খবর পেয়ে উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা ঘটনা স্থান পরিদর্শক করেছেন।

জানা গেছে, বাঐডাঙ্গা এলাকায় মরহুম মোঃ মনেজ শেখের পুত্র মিজানুর রহমান শেখ দীর্ঘ ১৯বছর যাবৎ জনৈক মঞ্জুরুল ইসলাম (নোয়া কাজি) এর জমি লীজ নিয়ে সেখানে পানের চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিল। 

ঘটনা দিন সোমবার গভীর রাতে তিনি ও তার স্ত্রী পলেথিন পোড়ানোর গন্ধে বাহির হন। এসময় তারা দেখতে পান বাড়ির উত্তর পাশের্^ কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত পানের বরজে ডিজেল ছিটিয়ে বরজ জ¦ালিয়ে দিচ্ছে। এসময় তাদের চিৎকারে পাশর্^বর্তী বাড়ির ব্যক্তিরা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সে সময় তারা আগুন নিভাতে সক্ষম হয়। তবে র্দুবৃত্তদের দেওয়া আগুনের তেমন একটা ক্ষতি হয়নী।

ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন মোড়ল ও বিএনপি নেতা ফকরুল আলম সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা ঘটনা স্থান পরিদর্শক করেছেন। এরির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তৃতি চলছিল।

@bagerhat24.com