চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
‘জয়লাভ নয়, অংশগ্রহণই মুখ্য। খেলাধূলা আদর্শ মানুষ গঠনে সহায়ক।’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের মানেজিং কমটির সাবেক সভাপতি মোঃ সোয়েব হোসেন গাজী ও সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ‘জয়লাভ নয়, অংশগ্রহণই মুখ্য। খেলাধূলা আদর্শ মানুষ গঠনে সহায়ক।’ তাই হেরে গেলে মন খারাপের কিছু নেই। যে পুরস্কারই পাবে, তা হাসিমুখে গ্রহণ করবে। আগামীতে এসএসসি পরীক্ষা। পরীক্ষার্থীরা মোবাইল রেখে পড়ার টেবিলে ফিরে যাবে।’
উদ্বোধন উপলক্ষে সমাবেশ প্রস্তুতকরণ, অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন, ক্রীড়াবিদদের শপথ গ্রহন, পায়রা উড্ডনয়ন ও মশালসহ মাঠ প্রদক্ষিণ হয়। বিদ্যালয়টিতে সোমবার ক্রীড়া ও মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছেন সহকারি প্রধান শিক্ষক মোঃ শামিম হোসেন, সহকারি শিক্ষক মনিমোহন মন্ডল, মেমন গাইন, আয়েশা আক্তার, মোঃ সোহেল, নমিতা ব্রহ্ম, লাভলী মজুমদার, ফাতেমা খাতুন, মেপ্তাউল তালুকদার, সুস্মিতা সেন, শিল্পি বালা, শতাব্দী মন্ডল, অর্পনা গোলদার, বিজয় হালদার ও রাজিব তরফদার।
