ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00ভান্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা যুবদলের বহিস্কৃত সাবেক আহবায়ক আবুল কালাম মল্লিক বহিস্কার আদেশ প্রত্যাহার ও আওয়ামীলীগ জেপির দোষরা বিএনপিতে যোগদানের প্রতিবাদে আজ সোমবার (১৮ জানুয়ারী) বিকেলে ভান্ডারিয়া প্রেস ক্লাবের সম্মূখে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য বলেন, বিগত ২০১৮সালের ৮ই মে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে ম্বৈরাচার আওয়ামীলীগ সরকার মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নিয়ে যায়। সেদিন আমরা জীবনের সর্বোচ্চ ঝুকি নিয়ে কাপনের কাপড় পরে রাজ পথে লড়াই সংগ্রামে অবর্তিন হয়ে ছিলাম। তখন এই আওয়ামী জেপির দোষরা ভান্ডারিয়ার রাজপথে নগ্ন উল্লাসে মেতে মিস্টি বিতরণ ও আনন্দ র্যালী করে ছিল। যা আজও আমাদের হৃদয়ে ক্ষতর চিহ্ন হিসেবে রয়েগেছে। আজ এই দোষদের বিএনপিতে যোগদানের ফলে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতিমধ্যে যা সামাজিক যোগযোগ মাধ্যমে আপনার দেখতে পেয়েছেন। আমার বিরুদ্ধে পারিবারি একটি বিষয়কে কেন্দ্র করে একটি মহল হীন রাজনৈতি উদ্দেশ্য আমার দীর্ঘ রাজনৈতিক ক্রেরিয়ার ধ্বংশ করার জন্য আমার বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করে। উক্ত অভিযোগের কারণে আমাকে দল থেকে বহিস্কার করানো হয়।
অভিযোগটি ছিল মিথ্যা ও ভিত্তিহীন। ইতিমধ্যে ভান্ডারিয়ায় বহিস্কৃত যুবদল সদস্য সচিবের বহিস্কার আদেশ প্রত্যাহার করা হলেও রহস্য জনক কারণে আমার আদেশ প্রত্যাহার হয়নি।
উক্ত সংবাদ সম্মেলনের আপনাদের মাধ্যমে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমার বহিস্কার আদেশ সঠিক ভাবে তদন্ত সাপেক্ষে স্বপদে বহাল রেখে ও দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনার সুযোগ করার জন্য নেতৃবৃন্দে কাছে আবেদন জানাই।
