ঢাকায় বসলো ‘উইমেন শেপিং দ্য নেশন’ নীতি সংলাপ
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
নারীর নেতৃত্ব, ক্ষমতায়ন ও নীতিনির্ধারণে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হলো একটি বৃহৎ নীতি সংলাপ। “উইমেন শেপিং দ্য নেশন: পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ” শীর্ষক এই আয়োজনটি ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
দ্য ফ্রন্ট পেইজ-এর অঙ্গপ্রতিষ্ঠান ‘রিচ আউট’-এর উদ্যোগে আয়োজিত এই সংলাপে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় এক হাজার অতিথি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন নারী নেত্রী, কর্পোরেট ও সামাজিক খাতের পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দ্য ফ্রন্ট পেইজ।
বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই সংলাপের মূল উদ্দেশ্য ছিল নারীদের কেবল উন্নয়নের অংশীদার নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের নীতিনির্ধারক ও চিন্তানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করা। আলোচনায় নারীর নিরাপত্তা ও অধিকার, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্বে অংশগ্রহণের চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতিগত কাঠামো নিয়ে গভীর আলোচনা হয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালি চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। তাঁর বক্তব্যে উঠে আসে নারীর রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে অংশগ্রহণের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ সম্ভাবনা।
পুরো সংলাপটি সঞ্চালনা করেন সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী কাজী জেসিন। তাঁর দক্ষ উপস্থাপনায় আলোচনাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক।
এই নীতি সংলাপ নারীর বাস্তব অভিজ্ঞতা ও নীতিগত সিদ্ধান্তের মধ্যকার ব্যবধান কমাতে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে। নারী শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব, গবেষক, নীতিনির্ধারক ও অধিকারকর্মীদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে।
