ফকিরহাটে পানি সেচের মটর ও অর্ধশতাধিক কৃষকের মটরের তার চুরি
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার মশির বিল এলাকা হতে পানি সেচের মটর ও অর্ধশতাধিক কৃষকের মটরের তার চুরি হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাতের কোন এ সময় এ মটর চুরির ঘটনা ঘটে। একেরপর এক বিভিন্ন বিল এলাকা হতে এই ধরনের চুরির ঘটনায় কৃষককুলসহ জনমনে চরম আতাংক বিরাজ করছে।
জানা গেছে, শরিবার রাত আনুমানিক ১০টার দিকে টাউন নওয়াপাড়া গ্রামের বিশিষ্ট ঘের ব্যবসায়ী মহিউদ্দিন মইন ভুইয়ার মশির বিল এলাকায় তার ঘেরে পানি সেচের জন্য মটর দিয়ে পানি সেচের কাজ করছিল। এসময় অজ্ঞাত চোর তার ১২হাজার টাকা মূল্যের মটরটি চুরি করে পালিয়ে যায়।
এছাড়াও গত কয়েক দিনের ব্যবধানে উক্ত এলাকার শরিফুল ইসলাম, মোহম্মদ আলী, সিরাজুল ইসলাম, শুকুর আলী, বাচ্চু শেখ, নাসির উদ্দিন, সুজন শেখ, কালু, আঃ রাজ্জাক ও জলিল মোড়ল সহ বিভিন্ন কৃষক ও ঘের মালিকের মটরের তার চুরির ঘটনা ঘটেছে। সবশেষ শনিবার রাতে সাতবাড়িয়া গ্রামের গাবখালী এলাকার বাবর আলীর মটরের তার চুরির ঘটনাও ঘটেছে।
এর পূর্বে একই এলাকার বলাই শীল, শফিকুল মোড়ল ও ওলিউল্লা মোড়লের মটরের তার চুরির ঘটনা ঘটে।
