ফকিরহাটের লখপুরে খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের লখপুর ইউনিয়নের ৯নং ভবনা ওয়ার্ড বিএনপি’র আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় ভবনা বাজারের পাশে অবস্থিত দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপি’র সভাপতি বায়োজিত ফারাজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম ও সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী।
এতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ফরহাদ হোসেন মোড়ল, মোঃ আলীবুদ্দিন, মোঃ ফয়সালুর রহমান ফয়সাল, ফকরুল আলম, মিরাজুল ইসলাম, আবুল হাসান, আবুল কালাম আজাদ, জাফর ফারাজী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এমএ সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আরমান হোসেন বাদশা, মেহেদী হাসান জনি, শ্রমিকদল নেতা মোহাম্মদ আলী হোসেন (আলী), রোস্তম আলী হাওলাদার, আবুজার মোড়ল ও ইসরাফিল হোসেন। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মোহম্মদ রমজান আলী।
