তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইট দিয়ে পিটিয়ে কলেজ ছাত্র সহ ২ জন রক্তাক্ত জখম, এলাকায় বিক্ষোভ
01/01/1970 12:00:00মোংলা প্রতিনিধি
মোংলায় পুর্ব শত্রুতা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে কলেজ ছাত্র জুয়েল মল্লিক সহ দুইজনকে ইট দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে সোনাইলতলা জয়খাঁ এলাকার তরমুজ খেতে এ ঘটনা ঘটলেও গতকাল বিকালে মোংলা থানায় এজাহার দাখিল করা হয়েছে। একই এলাকার টুকু শেখ নামের এক আওয়ামী সন্ত্রাসী এমন ঘটনা ঘটিয়েছে বলে থানায় দেয়া এজাহারে উল্লেখ করা হয়েছে।
এব্যাপারে সন্ত্রাসী টুকুকে দ্রুত গ্রেফতার ও তার বিচারের দাবীতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যাক্ষদর্শী ও অভিযোগ সুত্রে জানা যায়, মোংলা উপজেলার সোনাইলতলার জয়খাঁ গ্রামের তরমুজ খেতে কাজ করছিল আবু হানিফ মল্লিক ও তার ছেলে জুয়েল মল্লিক এবং তাদের প্রতিপক্ষ সন্ত্রাসী টুকু শেখ। তাদের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে তরমুজ চাষ নিয়ে বিরোধ চলে আসছিল বলে অভিযোগ স্থানীয়দের। এদিন দুপুরে টুকু শেখের জমির উপর দিয়ে কে বা কারা ট্রাকক্টার মেশিন নিয়ে যাওয়া তা নিয়ে একই এলাকার আবু হানিফ মল্লিককে গালাগালি করে টুকু। অহেতুক গালাগালির প্রতিবাদ করে আবু হানিফের কলেজ পড়–য়া ছেলে জুয়েল মল্লিক। পরে এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতান্ডা হয়। এক পর্যায় কিছু বুঝে উঠার আগেই টুকু শেখ কলেজ ছাত্র জুয়েল মল্লিককে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে জুয়েল মল্লিকি (২৪) এর মাথা সহ সরিরের বিভিন্ন জায়গা ফেঁটে রক্তাক্ত জখম হয়। এসময় বাবা আবু হানিফ মল্লিক ছেলে বাচাঁতে গেলে তাকে বেধরক মারপিট করে সন্ত্রাসী টুকু শেখ। পরে দুজনকে অচেতন অবস্থায় তরমুজ খেতে ফেলে রেখে পালিয়ে যায় টুকু শেখ। স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা দেয়ার পর কিছুটা সুস্থ্য হলে আবু হানিফ মল্লিক বাদি হয়ে গতকাল বিকালে টুকু শেখকে চিহ্ণিত করে অজ্ঞাত নামা আরো কয়েকজনকে আসামী করে মোংলা থানায় এজাহাজর দাখিল করে। টুকু শেখ (৪০) একই এলাকার হারুন শেখের ছেলে।
এদিকে স্থানীয়রা জানায়, টুকু শেখ আওয়ামীলীগের সময় দীঘদিন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। এর অত্যাচারের স্বীকার হয়েছে হিন্দু সম্প্রদয়ের লোক সহ এলাকার অসংখ্য মানুষ। তার এই সন্ত্রাসী কর্মকান্ডে কেউ প্রতিবাদ করলে তাকে মারধর সহ বিভিন্ন রকম হয়রানি করতো বলে বহু অভিযোগ তার বিরুদ্ধে। গত বছরের ৫ আগষ্টের পর আত্মগোপনে ছিল টুকু শেখ। সেখান থেকে বের হলেই ডেভিল হান্ট গ্রেফতার হয় সে। বেশ কয়েক মাস হাজতবাস থাকার পর গত মাস খানেক আগে জেল থেকে ছাড়া পেয়ে আবারও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে বলে করে এলাকায় বসবাসকারীরা।
কলেজ ছাত্র জুয়েল মল্লিক ও তার বাবাকে মেরে রক্তাক্ত জখম করাকে কেন্দ্র করে টুকু শেখে’র বিচারের চাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী, দ্রæত গ্রেফতারের দাবী জানান তারা। সন্ত্রাসী টুকুর ব্যাপারে এর আগেও সংখ্যালঘু সম্প্রদয় সহ বহু লোকের সাথে এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে ভুক্তভোগীরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা এবং আতংঙ্ক বিরাজ করছে।
মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎক ডাঃ শাহিন বলেন, জুয়েল মল্লিকের চিকিৎসা চলছে, তবে মাথায় ইটের আঘাতে প্রচুর রক্ত খড়ন হয়েছে। সুন্থ্য হতে কিছুটা সময় লাগবে, তবে অবস্থা অবনতি হলে উন্ত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তার বাবা সুস্থ্য আছে-তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
