বাগেরহাটে উপজেলা প্রেসক্লাবের খেয়া মাঝিদের মাঝে শীতবস্ত্র বিতরণ
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
শীতার্ত মাঝি-নৌকা চালকদের ঠান্ডা থেকে রক্ষা করতে এগিয়ে আসে,বাগেরহাট উপজেলা প্রেসক্লাব যা তাদের রাতে নৌকায় ঘুমানোর কষ্ট লাঘব করে এবং মুখে হাসি ফোটায়। বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে খেয়া মাঝিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে বাগেরহাট শহরের ভদ্রপাড়া খেয়া ঘাট এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রচণ্ড শীতের মধ্যে কর্মরত অসহায় খেয়া মাঝিদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, সহ-সভাপতি আজাদ রশিদী, যুগ্ম সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহবুব রহমান বাদল, ক্রীড়া সম্পাদক শেখ জাহাঙ্গীর এবং কার্যনির্বাহী সদস্য এনামুল ইসলাম খান, মোঃ আসাদুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছে খেয়া মাঝিরা বলেন, দীর্ঘদিন ধরে শীতের কষ্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। আগে কখনো কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। প্রেসক্লাবের এই উদ্যোগ আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমাদের কথা মনে করে আপনারা এখানে এসেছেন, এটাই আমাদের জন্য অনেক আনন্দের।
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সদস্যরা জানান, সমাজের অবহেলিত ও পরিশ্রমী মানুষদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
